নীল তিমি

পৃথিবীর বৃহত্তম প্রাণী নীল তিমি।


বিংশ শতাব্দীর প্রথমার্ধে একদল হোয়েলার (তিমি মাছ শিকারি) এন্টার্কটিক হতে একটি নীল তিমি শিকার করেন।
যার দৈর্ঘ্য প্রায় ৩৩.৬ মিটার, যা প্রায় একটি এগারোতলা দালানের সমান উঁচু। আর ভর ১৯০ মেট্রিক টন বা ১ লক্ষ ৯০ হাজার কিলোগ্রাম।

এবার কিছু সংগৃহীত চমকপ্রদ তথ্য দেখে নেয়া যাক:
১। নীল তিমি প্রতিদিন গড়ে প্রায় ৫ টন (৪৫৩৬ কেজি) ক্রিল খায়। ক্রিল হলো ছোট প্রাণি যারা প্রায় ১-২ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে।
২। তাদের জিহবা একটা হাতির ওজনের সমান ভার বহন করতে পারে।

৩। এরা পূর্ণভাবে মুখ খুললে মুখের মধ্যে আরেকটি তিমি মাছ থাকার জায়গা হবে।
৪। গভীর সমুদ্রর শিকারি হওয়া সত্ত্বেও শ্বাস নেবার জন্য এদেরকে পানির উপরিভাগে উঠে আসতে হয়।
৫। একটি বাচ্চা তিমি দিনে প্রায় ৬০০ লিটার দুগ্ধপান করে।
৬। বিজ্ঞানীরা মনে করেন এদেরও আবেগ অনুভূতি রয়েছে।
৭। বর্তমানে নীল তিমির সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। ধারণা করা হয় বর্তমানে পৃথিবীতে মোট ১০০০০ থেকে ২৫০০০ নীল তিমি রয়েছে।

1 comment:

Theme images by sololos. Powered by Blogger.